WBCS And Railway Free Online Math Mock Test -2

                  WBCS And Railway Free Online Math Mock Test -2





আজকের এই মক টেস্ট  খুবই গুরুত্বপূর্ণ হবে UPCOMING  WBCS, Railway Exam এর জন্য

আজকের পরীক্ষার বিষয় অংক


পরীক্ষার পূর্ণমান -20
পরীক্ষার প্রশ্ন সংখ্যা-10
পরীক্ষার সময় -10 মিনিট

আজকে  অংকের পরীক্ষা-2


  1.  একটি বিদ্যালয়ে বালক ও বালিকা সংখ্যার অনুপাত 7:13 , বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত ?

  2.  125
     120
     130
     150

  3.  একজন অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোন দ্রব্য বিক্রি করে , কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 kg এর পরিবর্তে 900 গ্রাম দেয় | তখন ঐ ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতির হার কত ?

  4.  4% লাভ
     5% ক্ষতি
     4-4/9 % লাভ
     5%  ক্ষতি

  5.  এক ব্যক্তি টাকায় 21 টি লজেন্স ক্রয় করে | একই লজেন্স টাকায় কয়টি বিক্রি করলে 5% লাভ হবে ?

  6.  20
    25
    15
      26

  7. একটি চৌবাচ্চায় দুটি নল যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটের চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে | নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কত মিনিটে ?

  8.  10 মিনিটে
     15 মিনিটে
     12 মিনিটে
     9 মিনিটে

  9.    25 ,27, 29, 31, 33 সংখ্যাগুলোর গড় কত ?

  10.  31
     29
     26
     28

  11.   বৃত্তের ব্যাস 10% পেলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত শতকরা কমে যাবে ?

  12.  100%
      19%
     20 %
      21%

  13. দুটি সংখ্যার অনুপাত 8:7  তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কত ?

  14.  240 , 210
     215,235
     235,210

  15.   একটি ব্যাগে 5 টাকা এবং 10 টাকার মোট 80 টি  নোট ছিল  | ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত ?

  16.  40
     35
     45
     25

  17.  A:B =2:3   , B:C =5:4   , And  C:D =7:8 হলে   A:D = ? 

  18.  35 : 48
     48: 35
     7:8
     8:7

  19. 24 টি দ্রব্যের ক্রয় মূল্য 18 টি দ্রব্যের বিক্রয়মূল্যের  সমান , শতকরা লাভের হার কত ?

  20.  25 %
     33-1/3%
     33-2/3%
     24 %

    বন্ধুরা তোমরা যদি  Answer Key দেখতে চাও তাহলে আমি নিচে দিয়ে দিয়েছি দেখতে পারো |
    আর অবশ্যই কত পেলে সেটা কমেন্ট করে জানাবেন


আপনি নিচের এই পরীক্ষা টি  দিতে পারেন 

Answer key

1) B  2) C  3) A 4) A  5) C  6) B 7) A 8) A 9) A 10) B