fifa-world-cup-2018-bengali-gk-pdf
কিন্তু আমাদের উদ্দেশ্য হবে এই মহাযুদ্ধ থেকে যে যে গুরুত্বপূর্ণ কারেন্টের গুলো আসতে পারে সে গুলোকে সংগ্রহ করে রাখা নিজেদের কাছে | কারণ আসন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসা প্রবল সম্ভাবনা আছে
fifa-world-cup-2018-bengali-gk-pdf
| তাই আমি তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করেছি এবং এই সম্পর্কিত একটা ভিডিও আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি
*তথ্যচিত্রে_বিশ্বকাপ_ফুটবল*
১।বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় ১৯৩০ সালে।
.
২।'টোটাল ফুটবলের জনক' বলা হয় নেদারল্যান্ডসের রাইনাস মিশেলেসকে।
.
৩।বিশ্বকাপ ফুটবল ১৯৪২ ও ১৯৪৬ সালে অনুষ্ঠিত হয়নি ;দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারনে।
.
৪।বিশ্বকাপের চূড়ান্তপর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ মিশর (১৯৩৮)।
.
৫।ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরী হয় ১৯৭৩ সালে।
.
৬।ফিফা ওয়ার্ল্ড কাপের ভাষ্কার সিলভিও গাজ্জানিগা (ইতালি)।
.
৭।বিশ্বকাপ ফুটবলের প্রথম গোলদাতা লুই লরেন্ট (ফ্রান্স)।
.
৮।বিশ্বকাপ ফুটবলে প্রথম এশীয় দেশ হিসেবে মূলপর্বে অংশগ্রহণ করে ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমান ইন্দেনোশিয়া)।
.
৯।জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় ১৯৩৮ সালে।
FIFA GK pdf Download করুন
