ভাইসরয়/গভর্নর অবদান
লর্ড ক্লাইভ → দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন (১৭৬৫)
লর্ড কাটিয়ার → ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬, ১৭৭০)
লর্ড ওয়ারেন হেস্টিংস → দ্বৈত শাসন ব্যবস্থা রহিত (১৭৭২),
→ একশালা বন্দোবস্ত,
→ পাঁচশালা বন্দোবস্ত,
→ রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর,
→ রাজস্ববার্ড গঠন
লর্ড কর্নওয়ালিস → দশশালা বন্দোবস্ত (১৭৯০),
→ চিরস্থায়ী বন্দোবস্ত, (২২-৩-১৭৯৩)
→ সূর্যাস্ত আইন (১৭৯৩),
→ সিভিল সার্ভিস পরীক্ষা
লর্ড ইউলিয়াম বেন্টিঙ্ক → সতীদাহপ্রথা বিলােপ (১৮২৯),
→ আদালতে আরবির বদলে ফারসির প্রচলন
লর্ড ডালহৌসি → রেলযােগাযােগ (১৮৫৩),
→ বিধবাবিবাহ (১৮৫৬),
→ স্বত্ববিলােপ নীতি |
লর্ড ক্যানিং → কাগজের মুদ্রা প্রচলন (১৮৫৭),
→ সিপাহী বিদ্রোহ (১৮৫৭),
→ ইস্টইন্ডিয়া থেকে সরাসরি ক্ষমতা রানী ভিক্টোরিয়া (১৮৫৮
→ পুলিশ সার্ভিস (১৮৬১),
→ প্রথম বাজেট (১৮৬১)
লর্ড রিপন → প্রথম আদমশুমারি (১৮৭২)
লর্ড কার্জন → বঙ্গভঙ্গ (রাজধানী:ঢাকা) (১৯০৫), |
লর্ড হারডিঞ্জ (২য়) - বঙ্গভঙ্গ রদ (১৯১১),
→ রাজধানী কলকাতা থেকে দিল্লীতে (১৯১১)
→ হারডিঞ্জ ব্রিজ (১৯১৫)
লর্ড লিনলিথগাে → ভারত ছাড় আন্দোলন (১৯৪২),