1. সম্প্রতি সোলার চরকা মিশন কে লঞ্চ করলো?- রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
2. 2026 সালের বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?- আমেরিকা, মেক্সিকো, কানাডা
3. 2018 সালের ফিফা বিশ্বকাপ কত তম বিশ্বকাপ?- 21 তম
4. আমেরিকার সবচেয়ে বড় মোটরগাড়ি নির্মাতা জেনারেল মোটর এর CFO কে নির্বাচিত হলেন?- দিব্যা সূর্যদেবারা
5. সম্প্রতি কয়লা মন্ত্রলয়ের সচিব কে হলেন?- ড: ইন্দ্রজিৎ সিং [ উপরের ছবি ]
6. BEL এর প্রথম প্রতিনিধি কার্যালয় কোথায় স্থাপিত হলো?- হ্যানোয়, ভিয়েতনাম
7. অরক্ষিত টিকিট বুকিং এর জন্য রেলমন্ত্রক কোন অ্যাপ চালু করলো?- আটসনমোবাইল
8. প্রথম কোন রাজ্য গোয়ালঘর এ বায়োগ্যাস প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিলো?- রাজস্থান
9. প্রথম কোন ভারতীয় ওপেনার লঞ্চের আগে সেঞ্চুরি করলেন?- শিখর ধাওয়ান
10. ফোর্বস ম্যাগাজিনের বিচারে 'consiumer financial service' বিভাগে পঞ্চম বৃহত্তম কোম্পানির নাম কি?- HDFC
1. সম্প্রতি নীতি আয়োগের প্রচলিত 'Composit Water Index' এ কোন রাজ্য শীর্ষ স্থানে আছে?- গুজরাট
2. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উড়ান প্রকল্পের অন্তর্গত নতুন কোন রাজ্যে এয়ারপোর্ট চালু করলো?- ছত্তিশগড়
3. সম্প্রতি রাষ্ট্রীয় পেনশন প্রণালীর কার্যকারী বৈঠক কোথায় আয়োজিত হলো?- দিল্লি
4. সম্প্রতি ইস্তফা দিলেন গিঅর্গি ব্রিকশিলি। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?- জর্জিয়া
5. জর্ডনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি?- ওমর এল রাজ্জাজ
6. সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া কিয়া সুপার লিগে অংশ গ্রহন করা প্রথম ভারতীয় ক্রিকেটার কে?- স্মৃতি মন্দানা
7. ইউরোপীয় ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল 2018 কোথায় অনুষ্ঠিত হবে?- নিউ দিল্লি
8. পুদুচেরীর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কে হলেন?- এস সুন্দরী নন্দা
9. KBL-Deposite Only Card স্কিম চালু করলো কোন ব্যাংক?- কর্ণাটক
10. PhonePe এর কোম্পানির 51% এর বেশি শেয়ার কোন কোম্পানির কাছে?- ফ্লিপকার্ট
1. পোলার মিউজিক এওয়ার্ড এ সম্মানিত হলো কোন ব্র্যান্ড?- মেটালিকা
2. পাপুয়া নিউগিনি তে নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত কে হলেন?- বিজয় কুমার
3. ICFAI ইউনিভার্সিটি সম্প্রতি কাকে ডক্টরেট দিয়ে সম্মানিত করলো?- পবন কুমার চামলিং
4. সম্প্রতি মারা গেলেন আদিরাজু ভেঙ্কারেশ্বরা রাও। তিনি কিসের সাথে যুক্ত ছিলেন?- সাংবাদিক ও লেখক
5. ক্রিশ্চিয়ানো রোনালদো কোন দেশের বিপক্ষে তার 51 তম হ্যাটট্রিক সম্পুর্ন করলেন?- স্পেন
6. বিশ্ব রক্তদান দিবস কবে পালিত হয়?- 14th জুন
7. 2018 গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী 'World Most Peace Country' কোনটি?- আইসল্যান্ড
8. টেনিস প্লেয়ার ডোমিনিক থিয়েম কোন দেশের নাগরিক?- অস্ট্রিয়া
9. মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি?- দেবেন্দ্র ফরণবিস
10. 'father's day' কোন দিন পালিত হয়? - 17th জুন
1. সম্প্রতি অতুল্য ভারত ওয়েবসাইট কে লঞ্চ করলেন?- শ্রী কে জি আলফ্যান্স
2. সম্প্রতি স্বজল যোজনা কতগুলি জেলায় লঞ্চ করা হয়েছে?- 115 টি
3. সম্প্রতি কোন রাজ্য ই-সিগারেট বন্ধ করলো?- তামিলনাড়ু
4. সম্প্রতি নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে অধ্যক্ষ কে ছিলেন?- নরেন্দ্র মোদি
5. সম্প্রতি কোন রাজ্য 24×7 মোবাইল পুলিশ সেবা শুরু করলো?- ত্রিপুরা
6. সম্প্রতি কোন কোম্পানি ই-কমার্স ওয়েবসাইট লঞ্চ করার ঘোষণা করল?- রিলায়েন্স
7. সম্প্রতি কোন দেশ গ্লোনাস-এম পোজিশনিং স্যাটেলাইট লঞ্চ করলো?- রাশিয়া
8. The Nuclear Suppliers Group এর প্লেনরি মিটিং কোথায় হলো?- জুরমালা, লাটভিয়া
9. সম্প্রতি সুষমা স্বরাজ কোন কোন দেশের সফরে গেলেন?- ইতালি, ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম
10. শ্রী শ্রী রবিশঙ্কর কোথায় সবচেয়ে বড় আন্তর্জাতিক যোগ দিবসে উৎসব উদ্ঘাটন করলেন?- নেদারল্যান্ড
1. কলোম্বিয়ার প্রেসিডেন্টের নাম কি?- ইভান ডুক
2. স্টুটগার্ট ওপেন জিতলেন কে?- রজার ফেডেরার
3. রজার ফেডেরারের এটিপি ওয়ার্ল্ড ট্যুর এর সংখ্যা কত?- 98 টি
4. 2018 মালাবার এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে হলো?- ভারত, আমেরিকা, জাপান
5. 2018 মালাবার এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হবে?- গুয়াম
6. 2018 তে কততম মালাবার এক্সারসাইজ অনুষ্ঠিত হবে?- 22 তম
7. সম্প্রতি মারা গেলেন কেশব রাও। তিনি কিসের সাথে যুক্ত ছিলেন?- সমাজবাদী
8. ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন কে?- রাজ্যবর্ধন রাঠোর
9. 'স্কুল চলে হাম অভিযান 2018' কোথায় শুরু হলো?- ভূপাল
10. 'স্কুল চলে হাম অভিযান 2018' কে লঞ্চ করলো?- শিবরাজ সিং চৌহান
1. অ্যাণ্টি ডোপিং এর ওপর এশিয়া ওসিয়ানিয়া ক্ষেত্রের 15 তম মিনিষ্ট্রেটিয়াল মিটিং কোথায় অনুষ্ঠিত হচ্ছে?- কলম্বো
2. দিল্লির ইউরোপিয়ান ইউনিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল এর উদ্বোধনী সিনেমা কোনটি?- Little Harbour
3. সম্প্রতি মারা যাওয়া বিশ্বের সবচেয়ে বয়স্ক ওরাংওটাং এর নাম কি?- পুয়াণ
4. সম্প্রতি নিযুক্ত ICICI ব্যাংকের COO এর নাম কি?- সন্দীপ বক্সী
5. যোগা গ্রাম কোন বিশ্ববিদ্যালয়ের যোগা সেন্টার?- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
6. ন্যাশনাল যোগা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হবে?- নিউ দিল্লি
7. ভেতরের পঞ্চম ডাটা সেন্টার কোথায় শুরু হলো? - ভোপাল
8. সম্প্রতি প্রকাশিত A R Rahaman এর বাইওগ্রাফির নাম কি?- Notes of a Dream
9. Notes of a Dream কার লেখা?- কৃষ্ণা ত্রিলোক
10. A R Rahaman এর আসল নাম কি?- A. S দিলীপ কুমার
