✳ 'তিতলি' ঝড় ✳
কে এই 'তিতলি'?কেন এমন নাম?কে দিল?পরের ঝড়ের কী নাম হবে?
একটু অন্য ধরণের পোষ্ট।
@ কোন ঝড়ের নাম দেওয়া হয়?
---- সাধারণত যে ঝড়ের গতিবেগ ৩৫ নট বা ৬১ কিমি/প্রতি ঘন্টা র বেশি সেই সব ঝড়দের নামকরণ করা হয়।
@ কারা নাম দেয়?
--- ক্রান্তীয় ঘুর্ণিঝড়গুলিকে নামকরণের জন্য অঞ্চল বিশেষে সারা বিশ্বে মোট ৮ টি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ভারত ও আশেপাশের দেশগুলি উত্তর ভারতীয় মহাসাগর বেসিনের এলাকাভুক্ত এই জাতীয় ঘুর্ণিঝড়ের নাম করণের দায়িত্বে আছে Indian Meteorological Department, যার সদর দফতর আছে দিল্লিতে। ( ১৮৭৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত)
@ নাম কীভাবে নির্বাচন করা হয়?
--- Indian Meteorological Department উত্তর ভারত মহাসাগর বেসিন এলাকার ঝড় সাধারণত যে সব দেশগুলির উপর দিয়ে প্রবাহিত হয়, সেরকম ৮ টি দেশ রয়েছে- ভারত,পাকিস্তান,বাংলাদেশ,মালদ্বীপ,মায়ানমার, শ্রীলঙ্কা, ওমান এবং থাইল্যান্ড। এই ৮ টি দেশ এর প্রত্যেকেই নির্দিষ্ট কিছু সময় করে ৮ টি করে নাম জমা করে। অর্থাৎ মোট ৬৪ টি নাম জমা পড়ে। এবারে সেই লিষ্ট থেকে ক্রমানুসারে নাম দেওয়া হয়। অর্থাৎ তিতলির পরে যাই ঝড় আসুক না কেন, তার নাম আগে থেকেই নির্ধারিত হয়ে আছে।
@ কবে থেকে নামকরণের শুরু?
-- প্রথাগত ভাবে এধরণের নামকরণের আগে সাধারণত জায়গা,বস্তু ইত্যাদি নামেই রাখা হত। এই প্রথাগত নামকরণের সূত্র পাত বা বলা চলে এই ধরণের নাম প্রদান ও প্রচলনের পিছনে আসল ক্রেডিট দেওয়া হয় Queensland Government এর Clement Wragge কে, যিনি নামকরণের কাজ চালিয়েছেন 1887 - 1907।
@ নাম দেওয়ার সুবিধা কী?
-- সতর্কতা, সচেতনতা মূলক প্রচার কাজ সহ ওই জাতীয় প্রশাসনিক কাজের সুবিধার্থে নাম রাখা হয়, যাতে যোগাযোগের সময় সুবিধে হয়।
@ এরপর দেখে নিন, আমাদের এই অঞ্চলের আগামি ঝড়গুলির নামের তালিকা।।যেমন এই সময়ে সংযুক্ত আরব আমীরশাহীতে যে ঘুর্ণি ঝড় চলছে তার নাম লুবান।
@ তিতলি--- পাকিস্তানের দেওয়া নাম। যার অর্থ হল ' প্রজাপতি '। দেখা যাক, প্রজাপতি কত উড়তে পারে!
কে এই 'তিতলি'?কেন এমন নাম?কে দিল?পরের ঝড়ের কী নাম হবে?
একটু অন্য ধরণের পোষ্ট।
@ কোন ঝড়ের নাম দেওয়া হয়?
---- সাধারণত যে ঝড়ের গতিবেগ ৩৫ নট বা ৬১ কিমি/প্রতি ঘন্টা র বেশি সেই সব ঝড়দের নামকরণ করা হয়।
@ কারা নাম দেয়?
--- ক্রান্তীয় ঘুর্ণিঝড়গুলিকে নামকরণের জন্য অঞ্চল বিশেষে সারা বিশ্বে মোট ৮ টি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ভারত ও আশেপাশের দেশগুলি উত্তর ভারতীয় মহাসাগর বেসিনের এলাকাভুক্ত এই জাতীয় ঘুর্ণিঝড়ের নাম করণের দায়িত্বে আছে Indian Meteorological Department, যার সদর দফতর আছে দিল্লিতে। ( ১৮৭৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত)
@ নাম কীভাবে নির্বাচন করা হয়?
--- Indian Meteorological Department উত্তর ভারত মহাসাগর বেসিন এলাকার ঝড় সাধারণত যে সব দেশগুলির উপর দিয়ে প্রবাহিত হয়, সেরকম ৮ টি দেশ রয়েছে- ভারত,পাকিস্তান,বাংলাদেশ,মালদ্বীপ,মায়ানমার, শ্রীলঙ্কা, ওমান এবং থাইল্যান্ড। এই ৮ টি দেশ এর প্রত্যেকেই নির্দিষ্ট কিছু সময় করে ৮ টি করে নাম জমা করে। অর্থাৎ মোট ৬৪ টি নাম জমা পড়ে। এবারে সেই লিষ্ট থেকে ক্রমানুসারে নাম দেওয়া হয়। অর্থাৎ তিতলির পরে যাই ঝড় আসুক না কেন, তার নাম আগে থেকেই নির্ধারিত হয়ে আছে।
@ কবে থেকে নামকরণের শুরু?
-- প্রথাগত ভাবে এধরণের নামকরণের আগে সাধারণত জায়গা,বস্তু ইত্যাদি নামেই রাখা হত। এই প্রথাগত নামকরণের সূত্র পাত বা বলা চলে এই ধরণের নাম প্রদান ও প্রচলনের পিছনে আসল ক্রেডিট দেওয়া হয় Queensland Government এর Clement Wragge কে, যিনি নামকরণের কাজ চালিয়েছেন 1887 - 1907।
@ নাম দেওয়ার সুবিধা কী?
-- সতর্কতা, সচেতনতা মূলক প্রচার কাজ সহ ওই জাতীয় প্রশাসনিক কাজের সুবিধার্থে নাম রাখা হয়, যাতে যোগাযোগের সময় সুবিধে হয়।
@ এরপর দেখে নিন, আমাদের এই অঞ্চলের আগামি ঝড়গুলির নামের তালিকা।।যেমন এই সময়ে সংযুক্ত আরব আমীরশাহীতে যে ঘুর্ণি ঝড় চলছে তার নাম লুবান।
@ তিতলি--- পাকিস্তানের দেওয়া নাম। যার অর্থ হল ' প্রজাপতি '। দেখা যাক, প্রজাপতি কত উড়তে পারে!