গঙ্গাদূষণের নিরাময় চেয়ে আমরণ অনশন চালিয়ে মৃত্যুই বরণ করলেন জিডি আগরওয়াল


গঙ্গাদূষণের নিরাময় চেয়ে আমরণ অনশন চালিয়ে মৃত্যুই বরণ করলেন জিডি আগরওয়াল। বয়স হয়েছিল ছিয়াশি বছর। সন্ন্যাস গ্রহণ করে নাম হয় স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ। চার মাস আগে ২২ জুন গঙ্গা দূষণের নিরাময় বা পবিত্রতা চেয়ে নিজের দাবিতে অনড় ছিলেন তিনি। অতীব কৃতী ছাত্র ছিলেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (বার্কলে) থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিারিংয়ে ডক্টরেট করেন। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রথম সচিব নিযুক্ত হয়েছিলেন। উল্লেখ্য, তাঁর পূর্বে স্বামী নিগমানন্দ সরস্বতীও গঙ্গার পবিত্রতা চেয়ে ২০১১ সালে ১১৪ দিনের অনশনের পর মৃত্যুবরণ করেছিলেন।


গত সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৭৭ শতাংশ। অন্যদিকে গত আগস্ট মাসে দেশে শিল্পোৎপাদন বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য জানাল।

রেকর্ড পতনের ২৪ ঘণ্টার মধ্যে বিপরীত চিত্র দেখা গেল শেয়ার বাজারে। এদিন সেনসেক্স ৭৩২.৪৩ পয়েন্ট বৃদ্ধি পেল। এক দিনে বৃদ্ধি গত ১৯ মাসে সর্বোচ্চ। নিফটি বাড়ল ২৩৭.৮৫ পয়েন্ট।



হিন্দুস্তানি মার্গ সংগীতের বিশিষ্ট শিল্পী অন্নপূর্ণ দেবী প্রয়াত হলেন। মার্গ সংগীতের এই শিল্পী প্রবাদপ্রতিম সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁর কন্যা। পণ্ডিত রবিশংকরের সহধর্মিণী ছিলেন, যদিও বিচ্ছেদ হয়ে যায়। বয়স হয়েছিল ৯১বছর। মূলত সুরবাহার বাজাতেন। অসামান্য প্রতিভার জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন